`তারুণ্যের উৎসবে পিঠামেলা` এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিঠামেলা উৎসব ২০২৫ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় শ্রীমঙ্গল সরকারি কলেজ মাঠে পিঠামেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান।
শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে প্রথমবারের বারের মতো পিঠামেলায় উৎসবে সভাপতিত্ব করেন পিঠা উৎসব কমিটির আহবায়ক ও কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম।
বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক সুরঞ্জিত কিলিকদার এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক সুদর্শন শীল।
মেলায় বিএনসিসি, রোভার স্কাউট, যুব রেড ক্রিসেন্ট, দ্বাদশ শ্রেণী ও অনার্সসহ বিভিন্ন বিভাগের ১২টি স্টল অংশগ্রহণ করে। পিঠামেলা ছাড়াও দিনব্যাপী এ অনুষ্ঠানে পিঠা নিয়ে রম্য বিতর্ক প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
কলেজ মাঠে ১২টি স্টলে জামাই পিঠা, সন্দেশ, ভাপা, পাটিসাপটা, চিতই, নারকেল পিঠাসহ বহু রকমের পিঠা ছিল শিক্ষার্থীদের হাতের তৈরি। দুপুর ২টার মধ্যেই বেশিরভাগ স্টলের পিঠা বিক্রি হয়ে যায়, আর বিকেল ৪টার মধ্যে সব পিঠা শেষ।
এই পিঠা উৎসব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন এক সেতুবন্ধ তৈরি করেছে। একই সঙ্গে বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি অনন্য উদ্যোগ হয়ে উঠেছে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের এই আয়োজন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :