অবৈধ পথে সীমান্ত পারাপারের অভিযোগে সাতক্ষীরার কলারোয়ার সুলতানপুর থেকে নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলার সুলতানপুর গ্রামের পোতাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের রফিক শেখের স্ত্রী হালিমা বেগম, তার ছেলে রানা শেখ, মেয়ে রিনা খাতুন ও ফারিয়া খাতুনসহ সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল ইসলামপুরের মিতন মীর্জার স্ত্রী মনিরা বিবি, তার ছেলে আব্দুল্লাহ মির্জা ও তামিম মির্জা ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার কাজিরচর গ্রামের মনির হোসেনের মেয়ে রুমা আক্তার, বরিশাল জেলার হিজলা উপজেলার সাহজান বেপারীর মেয়ে ময়না বেগম ও মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার শিয়ালদি গ্রামের আবু কালাম ঢালীর মেয়ে সারমিন বেগম।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হালিমা বেগম ও মনিরা বিবি জানিয়েছেন, ভারতের কলকাতা, নিউটাউন এলাকায় অবস্থানরত স্বামীর সাথে দেখা করার জন্য সাতক্ষীরা সীমান্তের নদী পথে ভারতে যাচ্ছিল। এছাড়াও রুমা আক্তার, ময়না বেগম, সারমিন জানিয়েছে, এক মাস আগে চাকরির উদ্দেশ্যে তারা ভারতে গিয়েছিল। সম্প্রতি ভারতে অবৈধ অধিবাসীদের ধরপাকড় অভিযান চলছে বলে তারা ফিরে আসছিল।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদেরকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে মামলার প্রস্তুতি চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :