চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাসিমপুর, কাঞ্চনাবাদ, দোহাজারীসহ বিভিন্ন এলাকায় এক শ্রেনীর ভূমির দস্য ইদানীং রাতদিন সমান তালে জমির টপসয়েল ও পাহাড় কেটে মাটিগুলো উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটা গুলেতে সরবরাহ করে মোটা অ্ংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যার কারনে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এমন অভিযোগ পেয়ে চন্দনাইশ উপজেলা প্রশাসন গত দু,দিন ধরে এসব অপকম বন্ধ করার অভিযানে মাঠে নামছে।
আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার চন্দনাইশ উপজলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব হোসেন ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসী চাকমার নেতৃত্বে একটি টিম ভোর ৬ টার সময় উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুদিনে মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি স্কেভেটার জব্দ করেন।
অভিযানের খবর আঁচ করতে পেরে ভূমিদস্যু ও মাটি খেকোর দল চটকে পড়লে কাউকে আটক করতে হয়নি জরিমানা করা হয়নি বলে উপজেলা নির্বাহী কর্মচারী মোঃ রাজিব হোসেন জানান। তিনি এ সব অপকর্ম বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার কথাও জানান।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :