AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সিলেট
০৮:৫৭ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
সিলেটে জুয়েলারি দোকান থেকে ২৫০ ভরি স্বর্ণ চুরি

সিলেট নগরীর একটি অভিজাত শপিংমলের সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাত অথবা বৃহস্পতিবার সকালে নগরীর আল হামরা শপিং সিটির নুরানি জুয়েলারি দোকানে এই ঘটনা ঘটে।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী দাবি করেন, তার দোকান থেকে প্রায় আড়াইশ ভরি সোনা চুরি হয়েছে। তবে এ ঘটনার পরেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ জমা দেওয়া হয়নি।

আল হামরা শপিং সিটির চতুর্থ তলায় নুরানি জুয়েলারি দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে দোকানে যান কর্মচারীরা এবং দোকান খুলে দেখেন যে সোনা নেই। দ্রুত এই ঘটনা মার্কেট সমিতি এবং পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করেছে।

দোকান মালিকের দাবি, শাটারের তালা ভেঙে চোরেরা সোনা চুরি করে নিয়ে গেছে। সোনা লুটে নেওয়ার পর চোরেরা দোকানে নতুন তালা লাগিয়ে রেখে চলে যায়।

দোকানের মালিক মো. জাবেদ চৌধুরী জানান, তার দোকানে প্রায় আড়াইশ ভরি সোনা ছিল, যার আনুমানিক মূল্য সাড়ে তিন কোটি টাকা। তিনি বলেন, দোকানে সিসিটিভি ক্যামেরা ছিল, কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর (ডিজিটাল ভিডিও রেকর্ডার) নিয়ে গেছে। এর ফলে চোর বা চোরদের শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশ শপিংমলের অন্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করছে।

জাবেদ চৌধুরী আরও বলেন, এই মার্কেটে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো হওয়া সত্ত্বেও বাইরের কেউ এই কাজ করতে পারে না। তাই, তিনি মনে করছেন যে, এই চুরির ঘটনা সম্ভবত ভেতর থেকে কেউ ঘটিয়েছে, তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।

 

একুশে সংবাদ/এনএস

Link copied!