পটুয়াখালীর বাউফলে জমিতে সীমানা পিলার দেয়ার সময় প্রতিপক্ষের হামলায় সাংবাদিক ও নারীসহ ৫ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (৯জানুয়ারি) দুপুরে দাসপাড়া ইউনিয়নের খেজুর বাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন, দৈনিক খবরপত্র পত্রিকার বাউফল উপজেলা প্রতিনিধি নিজামুল হক ওরফে এইচ এম বাবলু (৪২), পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাকিলা জাহানারা তানজিনা (৩৫), ঝুমু আক্তার (৩০), সাইদুর রহমান সোহেল (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (৩৮)।
এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে রশিদ গাজী ও মনিরকে আটক করেছেন ৷ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিক এইচ এম বাবলু জানান, সকালে তারা নিজেদের জমির সীমানা পিলার স্থাপনের কাজ শুরু করেন। কিছু সময় পরে পাশের জমির মালিক শাহ আলম গাজী, মনির, ও আব্দুল রশিদ গাজীর নেতৃত্বে শতাধিক মানুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে এবং কুপিয়ে ও পিটিয়ে জখম করে।
অভিযুক্ত শাহ আলমের ছেলে কামরুল ইসলাম বলেন, ওই জমির মালিকানা উচ্চ আদালতের নির্দেশে আমাদের পক্ষে রায় দেয়া হয়েছে। তবুও তারা জোরপূর্বক দখল করতে যায় এবং এসময় নিজেরাই নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। তাদের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, আমরা জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছি। হামলার ঘটনায় মামলা রুজুর প্রস্তুতি চলছে, আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা পেলে তাদের গ্রেফতার দেখানো হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :