AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোম্পানীগঞ্জে বাসের চাপায় শ্রমিকের মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:১১ পিএম, ৯ জানুয়ারি, ২০২৫
কোম্পানীগঞ্জে বাসের চাপায় শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দ্রুতগামী লোকাল বাসের চাপায় এক আড়ৎ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া কবিরহাট-বসুরহাট সংযোগ সড়ক বাইপাস সড়কের সবজির আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কবিরহাট থেকে ফেনীগামী কুমিল্লা-জ-১১-০০৬৩ নম্বরের বাসটি দ্রুতগতিতে জনাকীর্ণ সবজি আড়তের সামনে দিয়ে ক্রস করার সময় মেসার্স করালিয়া বাণিজ্যালয়ের শ্রমিক মাইন উদ্দিনকে (৪০) চাপা দেয়। এ সময় স্থানীয় জনতা গাড়ীটির গতিরোধ করলে ড্রাইভার পরিস্থিতি বেগতিক দেখে গাড়ী রেখে পালিয়ে যায়।

নিহত মাইন উদ্দিন উপজেলার চরকাঁকড়া ২নং ওয়ার্ডের মোচন আলী খাঁর বাড়ীর মজিবল হকের ছেলে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। এছাড়াও বাস শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারী আমির হোসেন ঘটনাস্থলে এসে নিহতের পরিবারের পাশে থেকে সান্ত্বনা ও সহযোগিতা করছেন এবং ঘটনার সুষ্ঠু সমাধানের আশ্বাস দিয়েছেন।

নিহতের ভাই হাশেম রাজা হেলপার বলেন, এ হত্যার জন্য দায়ী গাড়ীর ড্রাইভার। একটি জনাকীর্ণ এলাকায় গাড়ীর গতি না কমিয়ে ক্রস করতে গিয়ে সড়কের একেবারে কিনারে মাথায় ভোজা নিয়ে দাঁড়িয়ে থাকা আমার ভাইকে চাপা দিয়ে হত্যা করে। আমরা এর বিচার চাই।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিমল কর্মকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!