"এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই" এ শ্লোগানকে সামনে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়নে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী উপজেলার কাদিরপাড়া ইউনিয়ন ও সব্দালপুর ইউনিয়ন পরিষদের কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ তারুণ্য উৎসবের শুভউদ্বোধন ঘোষণা করেন। এরই অংশ হিসেবে শ্রীপুর উপজেলার ৪নং শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বসেছিল এক জমকালো তারুণ্যের মেলা। তারুণ্যের উৎসব উপলক্ষে শ্রীপুর সরকারি কলেজ, শ্রীপুর সরকারি এম,সি পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অর্ধশত তরুণ-তরুণী এ উৎসবে অংশগ্রহন করেছিল।
তরুনদের সৃজনশীল চিন্তাভাবনা ও উদ্ভাবনী ধারণা তুলে ধরে, বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় তাদের সক্রিয় ভুমিকা নিশ্চিতকরণে কর্মশালায় সংক্ষিপ্ত আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক মিয়া, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আকিদুল ইসলাম,দৈনিক ইত্তেফাকের সাংবাদিক আশরাফ হোসেন পল্টু, উপ-সহকারি প্রকৌশলী খলিলুর রহমান,পরিবার পরিকল্পনা পরিদর্শক শফিউদ্দিন মোল্লা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি শাহীন বিশ্বাসসহ আরোও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একইভাবে পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :