AB Bank
ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোংলায় তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান


মোংলায় তারুণ্যের উৎসবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মোংলায় উদ্বোধন করা হয়েছে তারুণ্যের উৎসব। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে এ উপলক্ষে মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পৌর শহরসহ উপজেলা পরিষদ চত্ত্বর পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালন করা হয়।

মোংলা পোর্ট পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের মাধ্যমে শহরতলীর বিভিন্ন ঝোপঝাড় পরিষ্কার, বর্জ্য অপসারণ ও মশা নিধনে ওষুধ স্প্রে করার মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু করা হয়।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‍‍`এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই‍‍`- এ স্লোগানকে সামনে রেখে বিডি ক্লিন মোংলার সহযোগীতায় ও মোংলা পোর্ট পৌরসভার আয়োজনে কর্মসূচির উদ্বোধন করেন মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা আফিয়া শারমিন। 

এ সময় উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরৎ জাহান, মোংলা পোর্ট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা অমল কৃষ্ণ সাহা, কনজারভেন্সি ইন্সপেক্টর মো. মিজানুর রহমান, প্রশাসনিক বিভাগের রনি শেখ, স্যানিটারি ইন্সপেক্টর এস এম বাদলসহ গণমাধ্যম কর্মী, উপজেলা ও পৌরসভার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী চলা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/ এস কে

Link copied!