ময়মনসিংহের নান্দাইলে মাদক ও ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামিকে গ্রেফতার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদের নেতৃত্বে নান্দাইল পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে থানা পুলিশ এস আই শাহিন মিয়া,এস আই আব্দুস সালাম ও এস আই মোহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ এক ঝটিকা অভিযান পরিচালনা করে ১০ আসামীকে গ্রেফতার করে।
শুক্রবার (১০ জানুয়ারি) মাদক ও ওয়ারেন্টভুক্ত পলাতক ১০ আসামিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন কাকচর গ্রামের (ভূঁইয়া বাড়ী) ফয়সাল আহমেদ রাফি (১৮), চণ্ডীপাশা গ্রামের শান্ত মিয়া (১৯), চারআনি পাড়া গ্রামের মোজাহিদ হোসেন বাবু (২০) ও বিল্লাল হোসেন, ভাটি কান্দাপাড়া গ্রামের ফয়সাল ওরফে আরশাদুল (১৯), নাজমুল ইসলাম (২৫), মিজানুর রহমান (২১), খামারগাও গ্রামের শাহজাহান (৩৬), বাশহাঁটী পশ্চিম পাড়া গ্রামের মাসুম মিয়া(২৭) ও সালমান হোসেন (২২)।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ বলেন,নান্দাইলে জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো ট্লারেন্স ঘোষনা করা হয়েছে।আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :