বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ভুরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে গরীব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ জানুয়ারি (শুক্রবার) ভুরুঙ্গামারী সিনিয়র ফাজিল মাদ্রাসার হলরুমে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সাবেক আমীর, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষাবিদ জনাব আজিজুর রহমান সরকার (স্বপন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ মুকুল হোসাইন। এছাড়াও উপজেলা শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেন।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘব করে তাদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
সংগঠনের নেতৃবৃন্দ এই মহতী উদ্যোগে সহায়তাকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি জনগণের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :