ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও প্রোক্লেমেশন অব জুলাই বিপ্লবের বাস্তবায়নে জন আকাঙ্খা অন্তর্ভুক্তির লক্ষ্যে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার।
শুক্রবার সন্ধায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার প্রতিনিধি শাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম নিরব।
বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, মৌলভীবাজার বৈষম্যবিরোধী আন্দোলনের শুভাকাঙ্ক্ষী এহসানুল হক জাকারিয়া।
শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি জাকারিয়া ইমন, তানজিয়া শিশির ও মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষে মাজহারুল ইসলাম।
সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সামায়েল রহমান, রুহুল আমিন, ইমাজ উদ্দিন, জাকারিয়া আহমদ, সুমি চৌধুরী, আবু হানিফা ও তোফায়েল আহমদ প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেন। একই দিন শহরেরর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :