"বন্ধুত্বের বন্ধন অটুট থাকুক সারাজীবন" এই প্রতিপাদ্য ধারণ করে নরসিংদীর পলাশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান " ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা পুনর্মিলনী উদযাপন করেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাগদীর বাংলাদেশ ন্যাচার স্টাডি পার্কে এই পুনর্মিলনী উদযাপন করা হয়।
এতে প্রিয় সহপাঠীকে কাছে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে। সহপাঠীদের আড্ডা দেওয়ার সব স্মৃতিকথা যেন ভিড় করে আছে তাদের মনের গভীরে। প্রিয় বন্ধুদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে পেরে তাঁরা সবাই ছিলেন উচ্ছ্বসিত।
পুনর্মিলনীতে যোগ দিয়ে কৃষিবিদ সুব্রত কান্দি দত্ত বলেন, পুরোনো বন্ধুদের সাথে দেখা হলো। এই অনুষ্ঠান আমাকে নতুন করে ফিরিয়ে নিয়ে গেল স্কুল জীবনে।’ এখানে তাদের সাথে দেখা করে অনেক ভাল লেগেছে। কর্মজীবনের বাহিরে যদি আমরা এভাবে একত্রিত হতে পারি তাহলে আনন্দ বিনোদনের সুযোগ তৈরি হয়।
আরেক বন্ধু মাহাবুব বলেন, বিশেষ করে কামাল, শাহানাজ, আসাদ, ফজলুসহ যারা তারা দিনরাত পরিশ্রম করে সুন্দর ও সফল একটি অনুষ্ঠান উপহার দিয়েছে তাদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।
সুন্দর মুহূর্তগুলো শেষে বিকাল গড়াতেই শুরু বিভিন্ন খেলা। এতে উৎসবমুখর পরিবেশে স্কুল বন্ধুদের সাথে অংশ নেয় তাদের পরিবারের সদস্যরা। পরে খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ঘড়ির কাঁটা যখন বিকাল ৫ টা ছুঁই ছুঁই, সময় বলছে এবার বিদায়ের পালা। যাওয়ার বেলায় বিদায়ী বন্ধুরা একে অপরের দিকে তাকিয়ে বলছিলেন, ‘আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো।’ চলো সবাই মোনাজাত ধরি। মোনাজাতের মধ্যে দিয়েই শেষ হয় ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনীর সফল সমাপ্তি।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :