AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মধ্যনগরে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উৎস পুনর্মিলনী অনুষ্ঠিত


মধ্যনগরে বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি উৎস পুনর্মিলনী অনুষ্ঠিত

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর বাজারের,বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ এর শতবর্ষপূর্তি উৎস ও প্রাক্তন শিক্ষক শিক্ষার্থীর পুনর্মিলনী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার ১০ জানুয়ারী বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ চত্বরে, বসন্ত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে,সাবেক শিক্ষর্থী দেলোয়ার হোসেন বাবু‍‍`র সঞ্চালনায় প্রধান অতিথি‍‍`র বক্তব্য রাখেন,প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান (পিপিএম),সভাপতি গভার্নিং বডি মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ ও উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অতিরিক্ত প্রকোশলী শশীমহন তালুকদার,সিলেট বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সাবেক চেয়ারম্যান রমা বিজয় তালুকদার, অধ্যক্ষ বিজন কুমার তালুকদার,প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সজীব রহমান।

এসময় বক্তারা নবগঠিত উপজেলার সার্বিক অবস্থা ও উন্নয়ন ভাবনা নিয়ে পরিকল্পিত দাবী তুলে ধরেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়, মধ্যনগর উপজেলার উন্নয়ন ভাবনা বিষয়ক পরিকল্পনার একটি ফাইল উপদেষ্টার হাতে তুলে দেন।

পরিশেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার তিনি বলেন, হাওর অঞ্চলের মধ্যনগর উপজেলা আমার জন্মভূমি,তাছাড়া আমি এই বিদ্যালয়ের শিক্ষার্থী। আমাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করলেও, আমি অনুষ্ঠানে উপস্থিত থাকতাম। আমি হাওর পাড়ের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবো। এছাড়া উপদেষ্টার জন্মভূমি নিয়ে কি কি পরিকল্পনা বাস্তবায়ন করবেন এসব কথা বলেন তিনি।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!