পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলার প্রত্যন্ত খানমরিচ ইউনিয়নের দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সকালে ভাঙ্গুড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পরমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে ও সহ-সভাপতি নুরুজ্জামান সবুজের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমার দেশ প্রতিনিধি মনিরুজ্জামান ফারুক, সিনিয়র সহ-সভাপতি দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, খানমরিচ ইউনিয়ন বিএনপি`র সাবেক সদস্য সচিব সরদার আতাউর রহমান খোকন, সাবেক যুগ্ম আহবায়ক জয়নুল আবেদীন মিলন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মাসুদ রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি আব্দুর রহিম।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের দুধবাড়ীয়া গ্রামের ইমরান হোসেন ও গোবিন্দপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মানিক হোসেন, দপ্তর সম্পাদক দৈনিক জীবন কথা প্রতিনিধি হাফিজুর রহমান আনসারী, তথ্য ও যোগাযোগ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক আমার সংবাদের পাবনা (জেলা) প্রতিনিধি সফিক ইসলাম, কল্যাণ সম্পাদক দৈনিক জবাবদিহি প্রতিনিধি মিনু রহমান খান, প্রচার সম্পাদক দৈনিক আমার সংবাদের ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান, ক্রীড়া সম্পাদক দৈনিক সবুজ বাংলা ও একুশে সংবাদ. কম এর প্রতিনিধি শেখ সাখাওয়াত হোসেন, সদস্য দৈনিক যুগান্তর প্রতিনিধি শাহিবুল ইসলাম পিপুল, দৈনিক কলম সৈনিক প্রতিনিধি এস এম শিমুল, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি এস এম নাহিদ হাসান ও দৈনিক আমাদের বড়াল প্রতিনিধি হাসিনুর রহমান উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :