নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকায় শাহিন শিকদার নামে এক জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের মৈষটেক এলাকার এসিয়ান হাইওয়ের পাশে কার্টুন ফ্যাক্টরি ব্রিজের নিকটবর্তী (৩৩০০০ কি:ও) বিদ্যুতের তার ছিঁড়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনুমানিক (১২:৩০) সাড়ে বারোটার দিকে সাহিন সিকদার (৪০) মৈষটেক এলাকার এসিয়ান হাইওয়ের পাশে কার্টুন ফ্যাক্টরি নিকট বিদ্যুতের খুটির নিচে বসে ছিলেন, এমতাবস্থায় বিদ্যুতের তার ছিড়ে ভিকটিমের হাতের উপরে পড়ে ঝলসে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভাবে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শাহিন শিকদার শরীফাবাদ এলাকার গৌরনদী, বরিশাল জেলার মৃত কালাম শিকদারের ছেলে। তিনি সোনারগাঁ উপজেলার কলতা পাড়া এলাকার মহিউদ্দিন এর ভাড়াটিয়া।
এই বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের এস আই আশিষ কুমার বলেন, আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে প্রেরণ করেছি।
একুশে সংবাদ/এ.জে
আপনার মতামত লিখুন :