মোটরসাইকেল দুর্ঘটনায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাংকমারা নামক এলাকায় সাহ্লাপ্রু মারমার (১৯) নামের এক কলেজ ছাত্র নিহত ও সাথে থাকা অপর আরোহী আহত হয়েছে।
গতরাত (১১ জানুয়ারি ) ১২টার দিকে বিজয় মেলা দেখে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহ্লাপ্রু মারমা মানিকছড়ি কলেজের ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র, এবং উপজেলার রাঙ্গাপানি এলাকার আপ্রুমংমার ছেলে।
আহত আরোহী চিনিঅং মারমা জানান,বিজয় মেলা দেখে খাগড়াছড়ি হতে মানিকছড়িতে নিজ বাড়িতে ফেরার সময় মাটিরাঙ্গা উপজেলার ব্যাংকমারা নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে ছড়ায় পড়ে যায়।এতে চালক সাহ্লাপ্রু মারমার মুখ থেথলে যায় এবং পিছনে বসে থাকা আরোহী ছিটকে পড়ে আহত হয়। আহতর চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন এসে তাদের উদ্ধার মাটিরাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাহ্লাপ্রু মারমাকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা থানার অফিসার ওসি (তদন্ত) মো: হাসিবুল হক একুশে সংবাদকে জানান, স্হানীয়রা দুর্ঘটনার শিকার দুজনকেই হাসপাতালে নিয়ে এসেছেন,দ্রুত ময়নাতদন্তের জন্য নিহতের লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :