ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা সম্মেলন ও নতুন কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সদর উপজেলার সিপাহীপাড়া জেলা এআইবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২০২৫ সালের নতুন কমিটির সভাপতি পদে মোঃ ইব্রাহীম খলিল, সহ-সভাপতি পদে শাহারিয়ার অনিক ও সাধারণ সম্পাদক পদে মুজাহিদ ইসলাম নির্বাচিত হয়।
সম্মলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মদ আশিক আনোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বাদল । সভাপতিত্ব করেন তানভীর বাহাদুর শাহ।
নবগঠিত কমিটির সভাপতি ইব্রাহিম খলিল সরকারি হরগঙ্গা কলেজের বাংলা বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্র, সহ-সভাপতি শাহারিয়ার অনিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও মজাহিদ একই প্রতিষ্ঠানের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।
ইসলামী মূল্যবোধ ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার সাথে সুন্দর বাংলাদেশ ও শিক্ষার্থীদের কল্যানে কাজ করার প্রত্যয় জানান নব-নির্বাচিত সদস্যরা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :