মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে এজাহারভুক্ত আসামি হিসেবে ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে এবং এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অবস্থান নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এর আগে তারা এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় জড়ো হয়ে লিফলেট বিতরণ করেন, এবং পরে পুরো এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন। রিপোর্ট লেখা পর্যন্ত এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ ছিল।
জানা যায়, গত শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। গ্রেপ্তারের পর রাতে তাকে থানাহাজত থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান বিএনপির নেতাকর্মীরা। পুলিশ জানায়, তাকে রাতভর ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা তাকে আর ফেরত দেননি।
এ ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করার ঘোষণা দেয় এবং শনিবার সকাল ১২টার দিকে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন।
এ ব্যাপারে হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, দুপুর ১২টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুরো হাইওয়ে সড়ক বন্ধ করে রেখেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে।
আপনার মতামত লিখুন :