AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৭:২৮ পিএম, ১১ জানুয়ারি, ২০২৫
আশুলিয়ায় চাঁদার দাবিতে প্রকাশ্যে চা দোকানীকে গুলি, গ্রেপ্তার ৩

আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানীকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত একটি মটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র। শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক। 

গতকাল রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্সের দুই নং গেটের সামনে এঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা হলো- মাসুদ পারভেজ রানা @ কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন(২৪) ও খোকন তালুকদার (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক ইসলাম চায়ের দোকানে চা বিক্রি করছিল। চাঁদাবাজরা প্রতিদিনের মতো সৈনিক ইসলামের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে সে টাকা দিতে অস্বীকার করে। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। একপর্যায়ে সে ছুটে দৌড় দিলে তৈয়ব নামের এক সন্ত্রাসী তাকে পেছন থেকে গুলি করে। এতে সৈনিক ইসলামের বাম পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সে পাশের একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে আশুলিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদি হয়ে পাঁচজনের নাম সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, গত ৯ জানুয়ারী চাঁদা না দেয়ায় চা দোকানী সৈনিক রহমান শাহিনকে মারধরের পর গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। গতকাল রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামীসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে।  

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!