AB Bank
ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিষিদ্ধ পলিথিন জব্দ, কারাদণ্ড ও জরিমানা


নিষিদ্ধ পলিথিন জব্দ, কারাদণ্ড ও জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া এলাকায় অবৈধ নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারখানার সন্ধান পেয়েছে উপজেলা প্রশাসন। এসময় কারখানার মালিক কামাল মিয়া (৪০) কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মোশারফ হোসাইন এ ভ্রাম্যমান আদালত পরিচালানা করেন। এসময় সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল হাসানসহ পুলিশ সদস্যরা ও আনসার সদস্য উপস্থিত ছিলো।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মোশারফ হোসাইন জানান, উপজেলার শাহবাজপুর ইউপির বৈশামুড়া গ্রামে অবৈধভাবে পলিথিন প্রস্তুত করে আসছে। এমন খবরের ভিত্তিতে দুপুরে কারখানায় অভিযান পরিচালনা করে কারখানার মালিক কামাল মিয়াকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ডের আদেশ প্রদান করেন আদালত। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!