চাঁদপুর জেলার বেস্ট অফিসার ইনচার্জ হলেন ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম (পিপিএম)। শনিবার (১১ জানুয়ারী) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত ডিসেম্বর মাসের আইন শৃঙ্খলা রক্ষা, সর্বোচ্চ মাদক উদ্ধার, মাদক মামলা, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অধিকতর মামলা নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা রাখায় জেলা পুলিশ সুপার মোঃ আব্দুর রকিব(পিপিএম) ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলমের হাতে দ্বিতীয় বারের মতো এই সন্মাননা স্মারক তুলে দেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম বলেন, ফরিদগঞ্জ থানার আইনশৃখলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ আমাক সহযাগিতা করেছে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় বারের মতো চাঁদপুর জেলার মধ্যে আমাকে বেস্ট অফিসার ইনচার্জ নির্বাচিত করেছেন। ফরিদগঞ্জ থেকে মাদক নির্মূল সহ সকল সামাজিক অপরাধ দূর করতে ও ভবিষ্যত এই ধারা অব্যাহত রাখতে সকলর সহযাগিতা এবং সকলের দোয়া কামনা করছি।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :