AB Bank
ঢাকা রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,গাজীপুর
০৭:৩৫ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
স্কুলশিক্ষককে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় একটি বিদ্যালয়ের শিক্ষককে ধরে নিয়ে মারধর করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। রোববার সকালে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আহত শিক্ষকের নাম মো. বসির উদ্দিন, তিনি চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, যিনি গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

পুলিশ জানায়, সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে বসির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার কথা বলছিলেন। তখন রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে রিপন আহমেদ, রাকিব হাসান ও তাজিদ মিয়া লাঠিশোঠা নিয়ে অফিস কক্ষে প্রবেশ করেন। এরপর তারা জোরপূর্বক বসির উদ্দিনকে ধরে নিয়ে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে এলেপাথারি মারধর করেন। এক শিক্ষার্থী তাকে ছাড়াতে গেলে তাকেও মারধর করা হয়। পরবর্তীতে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, ‘যুবদল নেতা রাশেদুল ইসলাম রনি, রাকিব হোসেনসহ কয়েকজন বিদ্যালয়ে প্রবেশ করে জোর পূর্বক ওই শিক্ষককে ধরে নিয়ে গিয়ে মারধর করেছে।’

এ বিষয়ে অভিযুক্ত গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনি বলেন, ‘ওই শিক্ষক আওয়ামী লীগের রাজনীতি করতো, যার কারণে তাকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে।’

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান বলেন, ‘যুবদলের কোনো নেতা শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল হোসেন জানান, শিক্ষকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলে তাকে বিতাড়িত করতে চায়ছে একটি পক্ষ। তারই জের ধরে যুবদলের কিছু লোক ওই শিক্ষককে মারধর করেছে বলে জানতে পেরেছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‘শিক্ষককে মারধরের খবর শুনেছি। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

 

একুশে সংবাদ/ই.ট/এনএস

Link copied!