AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইন শৃঙ্খলা ভঙ্গকারী যেই হোক কোন ছাড় নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৮:১৩ পিএম, ১২ জানুয়ারি, ২০২৫
আইন শৃঙ্খলা ভঙ্গকারী যেই হোক কোন ছাড় নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা

আপনারা রাজনীতি করেন আমাদের কোন আপত্তি নাই, কিন্তু আইন শৃঙ্খলা ভঙ্গ করলে কোন ছাড় নাই। আইন শৃঙ্খলা ভঙ্গকারী যে-ই হোক সে আমার ভাই হলেও কোন ছাড় হবে না। মুন্সীগঞ্জে কৃষিজ যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী একথা বলেন।

এছাড়া সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা তেল মারা বন্ধ করুন, ভবিষ্যতে কে আসবে তারা এমপি হোক বা যা হোক, যখন হবে তখন দেখা যাবে। আপনারা কঠোর হোন। এখন সবাই শৃঙ্খলার ভীতরে থাকেন। 

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে রবিবার বিকালে কৃষকদের মাঝে ৩০টি পাওয়ার টিলার ও ৩০টি সেলো পানির পাম্প বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ঢাকা ব্যাংক পিএলসি‍‍`র অর্থায়নে সিরাজদিখান উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের সহযোগিতায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার শামসুল আলম সরকার, ঢাকা ব্যাংকের ফাউন্ডার ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জান খান, ব্যাংকের পরিচালক আলতাফ হোসেন সরকার।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার, বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ধীরণ, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি  শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ আরো অনেকে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!