“হিম কুয়াশার কলরবে, মাতবো পিঠা উৎসবে” এই প্রতিপাদ্যে নরসিংদীর পলাশে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১২ জানুয়ারী)
সকালে এই উৎসবের আয়োজন করে পলাশের খানেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে জায়গা পায় গ্রামবাংলার হারিয়ে যাওয়া বাহারি সব পিঠা।
বিদ্যালয়ের মাঠে ১২টি স্টলে শিক্ষার্থীরা নিজের হাতে বানানো দুধচিতই, দুধপুলি, কমলা পুলি, ইলিশ পিঠা, বউ পিঠা, পুলি পিঠা,নকশি পিঠা ও পানতুয়া পিঠাসহ শতাধিক রকমের পিঠার পসড়া সাজানো হয়। পৌষের শীত উপেক্ষা করে পিঠা উৎসবের আনন্দে মেতে উঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। এতে অংশ নেয় নানা পেশাজীবি মানুষও।
খানেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত পিঠা উৎসব পরিদর্শন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার। এ সময় আরও উপন্থিত ছিলেন ইসলামী ব্যাংক পলাশ বাগপাড়া শাখা প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :