AB Bank
ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুলনায় ৪৯১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প


জলবায়ু পরিবর্তন মোকাবিলায় খুলনায় ৪৯১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) উদ্যোগে ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (সিসিএইউডি)’’ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনায় একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ জানুয়ারি) নগর ভবনের জিআইজেড মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন প্রশাসক মো. ফিরোজ সরকার।


প্রকল্পটি বাংলাদেশ সরকার, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক (কেএফডব্লিউ) এবং কেসিসি’র যৌথ অর্থায়নে পরিচালিত হচ্ছে। এর আওতায় দৌলতপুর ও মহেশ্বরপাশা এলাকায় শহর রক্ষা বাঁধ নির্মাণ, ৪টি গুরুত্বপূর্ণ খাল খনন ও খালের দুই পাড় বাঁধাই, ১৭টি পুকুর সংস্কার এবং সোনাডাঙ্গা বাইপাস সড়ক উন্নয়নসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। প্রকল্পের মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ৪৯১ কোটি টাকা।


প্রশাসক মো. ফিরোজ সরকার জানান, জানুয়ারি মাসেই প্রকল্পের ডিজাইন প্রণয়ন কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। তিনি প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন এবং যথাসময়ে কাজ শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম, প্রকৌশল বিভাগের কর্মকর্তারা, পরামর্শক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা মহানগরী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আরো সক্ষম হয়ে উঠবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!