AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
১১:৫২ এএম, ১৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, যার ফলে যাত্রীরা দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েছেন।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে গজারিয়ার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। পাশাপাশি একটি যানবাহন বিকল হয়ে পড়ায় যান চলাচলে বিঘ্ন ঘটে। সময়ের সাথে সাথে যানজটের প্রভাব বৃদ্ধি পেয়ে মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।

ট্রাকচালক শফিক বলেন, “মেঘনা সেতু পার হওয়ার পর থেকেই যানজটে পড়েছি। কী কারণে এমন যানজট হয়েছে, তা জানি না।”

বাসচালক কুরবান আলী বলেন, “জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে এক ঘণ্টারও বেশি সময় লেগে গেছে। জানি না কখন গন্তব্যে পৌঁছাতে পারব।”

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে‍‍`।

 

একুশে সংবাদ/ঢ.পএনএস

Shwapno
Link copied!