বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন ৩৪ বছর বয়সী নারী উমেপ্রু মারমা।
আজ সোমবার বেলা সাড়ে ১০টায় তারাছা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হেমাগ্রী পাড়ার কাছাকাছি এ ঘটনা ঘটে। গুরুতর আহত উমেপ্রু মারমা ওই এলাকার চশৈপ্রু মারমার বড় মেয়ে এবং বান্দরবান বালাঘাটা করুণাপুর পাড়ার রোমেল তঞ্চগ্যার স্ত্রী।
আহত নারীর ছোট ভাই ক্যচিংনুং মারমা জানান, তাঁর বোন উমেপ্রু মারমা গতকাল বালাঘাটা স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন। সকালে পাড়ার কাছে শিমখেতে যাওয়ার সময় পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটে পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। তবে গুলি কে বা কারা করেছে, সে বিষয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি।
তারাছা ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, খেমাগ্রী পাড়ায় এক মারমা মহিলা সকালে গুলিবিদ্ধ হয়েছেন এবং তাঁকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন, তা জানা যায়নি। তিনি জানান, পরবর্তীতে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
রোয়াংছড়ি থানার উপপরিদর্শক সুব্র মুকুল চৌধুরী জানান, এক মারমা নারী গুলিবিদ্ধ হয়েছেন। বান্দরবান সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :