মধ্যরাতে কৃষি জমি থেকে মাটি কাটার বিরুদ্ধে সদরপুর স্থানীয় প্রশাসন ও থানা পুলিশ অভিযান পরিচালনা করে ১২টি ড্রাম ট্রাক জব্দসহ ১২জন চালককে আটক করা হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) মধ্যরাতে সদরপুর উপজেলার কৃষ্ণপুর, আকোটেরচর ও চরনাছিরপুর সড়ক ওই ট্রাকগুলো আটক করে থানা হেফাজতে নেওয়া হয়।
এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করেন কৃষ্ণপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আবুল বাশার চোকদার। মামলা দায়ের শেষে রবিবার দুপুরে আটককৃতদের ফরিদপুর কোর্ট হাজতে সোপর্দ করে থানা পুলিশ।
স্থানীয়দের সুত্রে জানা যায়, রাত ১১টার পর থেকেই শুরু হয় ফসলী জমি খনন করে মাটি লুটে নেওয়ার কাজ। সরকারি বা ব্যক্তি মালিকানাধীন জমির ক্ষেতে মাটি খননযন্ত্র (ভেকু) বসিয়ে কেটে নেন মাটি খেকোরা। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কথা বলতে পারে না। ক্ষতিগ্রস্থ হয়ে স্থানীয় প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছিলেন তারা।
সদরপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল মোতালেব হোসেন জানান, সদরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অনেক দিন ধরে অসাধু ব্যবসায়ীরা অধিক মুনাফার লোভে রাতে ফসলি জমি থেকে গভীর করে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছিলো। এ ঘটনায় পুলিশ তাদের চালক ও মাটি বহনের ড্রামট্রাক জব্দ করেছে। মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সকাভেটর আটকের চেষ্ঠাও চলছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা বলেন, অপরাধ পাওয়ায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :