সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুটুক্তি করায় থানায় জিডি করেছেন যুব দলনেতা মাহফুজুল আলম (মামুন)। গত ৯ জানুয়ারী জিডি করেন ওই নেতা। ওই ঘটনার আত্ম গোপনে রয়েছেন যুবক আকাশ হোসেন।
কোটচাঁদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজুল আলম (মামুন) বলেন, গেল ৮ জানুয়ারী আমি আমার মোবাইলের ফেসবুক আইডিতে প্রবেশ করে দেখতে পাই- সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুটুক্তি করে একটি পোস্ট। ওই ফেসবুক আইডিটি ছিল Akash Hossen নামে।
তিনি বলেন, আমি ওই আইডির মানুষটির পরিচয় জানতে অনেক চেষ্টা করেছি। এরপর কোন উপায় না পেয়ে গেল ৯-০১ ২০২৫ তারিখে ওই আইডির নামে কোটচাঁদপুর থানায় সাধারণ ডায়েরি করেছি। জিডি নাম্বার -৩৬৮, তারিখ ৯-০১-২০২৫। সাথে আকাশ হোসেন নামের ওই আইডির লিংকও যুক্ত করা হয়েছে। মাহফুজুল আলম (মামুন) কোটচাঁদপুর পৌরসভাধীন আর্দশ পাড়ার রুস্তম আলীর ছেলে। তিনি কোটচাঁদপুর উপজেলা যুবদলের সদস্য সচিব বলে জানিয়েছেন ওই নেতা।
এ দিকে ওই ঘটনার পর যুবক আকাশ হোসেন আত্ম গোপনে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ওই ঘটনায় থানায় মাহফুজুল আলম নামের একজন জিডি করেছেন। জিডি আমরা অনুমতি চেয়ে আদালতে পাঠিয়েছি। অনুমতি পেলে ব্যবস্থা নেয়া হবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :