AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাণীশংকৈলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত


রাণীশংকৈলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে দিনব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৩ জানুয়ারি) কেন্দ্রীয় হাইস্কুল মাঠে দিনব্যাপী মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রকিবুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোবারক হোসেন।  

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, জামায়াত ইসলামীর নায়েবে আমীর  মিজানুর রহমান (মাস্টার), পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, অধ্যক্ষ মহাদেব বসাক, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল, সমাজসেবক মো: তোয়াহা, মহশিন আলী প্রমুখ। 

এসময় শিক্ষক- শিক্ষার্থী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মী, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পরে অতিথিরা উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিজস্ব বিজ্ঞান ভাবনা থেকে স্থাপিত মেলার ১৭টি ষ্টলে বিজ্ঞান প্রকল্প ঘুরে দেখেন। এ সময় বিজ্ঞানমনস্ক ছাত্র-ছাত্রীরা তাদের স্থাপিত আবিষ্কারগুলো নিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

মেলায় প্রধান অতিথি রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রকিবুল হাসান বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের উদ্ভাবন ও চেষ্টার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শুধু পাঠ্যবই নয় বরং বইয়ের বাইরের বিচিত্র বিষয় নিয়েও উদ্ভাবনী চিন্তা করতে হবে। আজকের ক্ষুদে বিজ্ঞানী কিন্তু আগামীর সম্ভাবনা। আগামীর প্রযুক্তিনির্ভর পৃথিবীকে নেতৃত্ব দেবার জন্য তৈরি হতে হবে।

অনুষ্ঠানে পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মাঝে গণিত  অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!