সোমবার (১৩ জািনুয়ারি) দুপুরে যশোরে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে। শহরের আইনজীবী সমিতির এক নম্বর ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের জিরো পয়েন্ট দড়াটানায় গিয়ে শেষ হয়।
জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ আতিকুর বাবুর নেতৃত্বে মিছিলটিতে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শেখ আাতিকুর বাবু জানিয়েছেন, সারাদেশে হত্যা-ক্যু, আওয়ামী লীগের তাকর্মীদের উপর গায়েবী মামলা দেয়া ছাড়াও সন্ত্রাস নৈরাজ্য চালানো ও ‘৭২ এর সংবিধান নিয়ে ষড়যন্ত্র করার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হত্যা, নির্যাতন, মিথ্যা মামলাসহ সকল ষড়যন্ত্র বন্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :