AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লাউ চাষ করে জুড়ীর প্রবাস ফেরত যুবক লাখপতি


Ekushey Sangbad
জহিরুল ইসলাম সরকার, জুড়ী, মৌলভীবাজার
০৬:৪৬ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
লাউ চাষ করে জুড়ীর প্রবাস ফেরত যুবক লাখপতি

লাউয়ের আবাদ করে লাখপতি বনে গেছেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার বাছিরপুর গ্রামের চাষি সালেহ আহমেদ। সবুজ ক্ষেত জুড়ে শুধু লাউ আর লাউ। মাচার উপরে গাছ আর তার নিচে ঝুলছে শত শত লাউ। দেখলে যেন চোখ জুড়িয়ে যায়।


৭ বছর প্রবাসে ছিলেন সালেহ আহমেদ। এক বছর আগে দেশে এসে বেকার হয়ে পড়েন। প্রবাসে যাওয়ার আগে তিনি কৃষি কাজ করতেন। পূর্বের কৃষি কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় এবার বাড়ির পাশের ২০ শতাংশ জমিতে লাউয়ের আবাদ করেছেন তিনি। তার ক্ষেতের উৎপাদিত লাউ যাচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। শুধু লাউ নয় বেগুন, টমেটো , শষা সহ নানা রকম সবজির আবাদ করে তিনি এলাকায় মডেল কৃষকে পরিণত হয়েছেন।


কৃষক সালেহ আহমেদ জানান, কম শ্রম, অল্প পুঁজি ও সীমিত জমিতে লাউ চাষে অতিরিক্ত ফলন পাওয়া সম্ভব। লাউ চাষে তিনি কোনো ধরণের রাসায়নিক সার ও বিষ প্রয়োগ করেননি। পরবর্তিতে আরও বড় পরিসরে লাউয়ের পাশাপাশি বিষমুক্ত ও নিরাপদ উপায়ে অন্যান্য সবজি চাষ করতে চান তিনি।


উপজেলা কৃষি অফিসার মো: মাহমুদুল আলম খান জানান, সালেহ আহমেদ প্রবাস থেকে ফিরে লাউ চাষ করে ইতিমধ্যে উপজেলায় একজন সফল কৃষি উদ্যোক্তা হয়েছেন। তিনি লাউ ছাড়াও বেগুন, টমেটোসহ অন্য সবজির আবাদ করেছেন। আমরা কৃষি বিভাগ থেকে তাকে জৈব পদ্ধতিতে চাষাবাদ, উন্নতি প্রযুক্তি ব্যবহারসহ যাবতীয় কৃষি পরামর্শ দিয়ে আসছি।


একুশে সংবাদ////র.ন

Link copied!