মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখা গেছে। সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে উপজেলার ধুলশুড়া ইউনিয়নের নীলগ্রাম এলাকায় মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছে পুলিশ।
ধুলশুড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দ্বীজেন হালদার বলেন, মরদেহ ভেসে থাকার খবরটি পুলিশকে জানানো হয়েছে। তারা মরদেহটি উদ্ধারের জন্য আসছেন।
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুমিন খান বলেন, পদ্মা নদীতে মরদেহ ভাসতে থাকার বিষয়টি শুনেছি। এ বিষয়ে নৌ-পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। তাদেরকে খবর দেওয়া হয়েছে।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :