AB Bank
ঢাকা বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ২২ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর ও তালা


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৭:০৫ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৫
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর ও তালা

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রয়েছে।


১৩ জানুয়ারী (সোমবার) সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ঘটনা ঘটে। এতে সাধারন জনগন ও সেবা প্রত্যাশী দূর্ভোগের শিকার হচ্ছেন বলে জানা গেছে।

Displaying লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ভাংচুর ও তালা  pic-1.jpg
জানা যায়, প্রতিদিনের মত সকালে চেয়ারম্যান নুরুল আমিন কার্যালয়ে আসলে  ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ হোসেন ও প্রথম যুগ্ন আহবায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে কয়েকজন দলীয় নেতাকর্মী চেয়ারম্যান নুরুল আমিনকে কে তার অফিসে গিয়ে লাঞ্চিত করে। এ সময় তারা ইউপি কার্যালয়ে ভাংচুর করে সকল কর্মকর্তা কর্মচারিকে বের করে দিয়ে  তালা  ঝুলিয়ে দেয়। এ সময় তারা চেয়ারম্যানকে অফিসে  না আসার জন্য নানা হুমকী ধমকী প্রদান করে অভিযোগ উঠে।


ইউপি চেয়ারম্যান নুরুল আমিন অভিযোগ করে বলেন, বিগত কয়েকদিন থেকে জাবেদ ও মনির আমার কাছে চাঁদা দাবি করে আসছে।  আমি তাদেরকে চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সোমবার তারা আমার কার্যালয়ে এসে আমাকে লাঞ্ছিত করে পরিষদ কার্যালয় ভাঙচুর করে এবং আমাকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়।  


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা বলেন, খবরটি পেয়েছি। বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!