ইংরেজি নতুন বছর ২০২৫ সালের শুরুতে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন দাঁতমন্ডল গ্রামের প্রবাসী যুব-সমাজ। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় ২টি গ্রুপে বিভক্ত হয়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা অন্তত ২০টি ঘোড়া অংশ নেয়। হাজার হাজার দর্শকের সমাগমে এক আনন্দমুখর পরিবেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার নাসিরনগর সদর ইউনিয়নের দাঁতমন্ডল ঈদগাহ সংলগ্ন মাঠ ময়দানে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপভোগ্য এই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় গ্রুপ-‘বড়’-তে প্রথম স্থান অধিকার করেন দাঁতমন্ডল গ্রামের মাহফুজ মিয়ার ঘোড়া পাগলা রাসেল, দ্বিতীয় স্থান অধিকার করেন চুনারুঘাট উপজেলার সাজিদ মিয়ার ঘোড়া সোনার ময়না এবং তৃতীয় স্থান অর্জন করেন ভৈরবের গোলাম মোস্তফার ঘোড়া।
গ্রুপ-‘ছোট’-তে প্রথম হয়েছেন নরসিংদি জেলার রায়পুরা আশরাফ উদ্দিনের ঘোড়া, দ্বিতীয় হন মা-বাবার দোয়া এবং তৃতীয় হন দাঁতমন্ডল গ্রামের মাহাবুব মিয়ার ঘোড়া ঘোড়া। বড় গ্রুপ ও ছোট গ্রুপে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের যথাক্রমে একটি করে বড়, মাঝারি ও ছোট আকৃতির খাসি পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।নাসিরনগর ৩ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হাজী ছদু রহমানের সভাপতিত্বে এতে নাসিরনগর উপজেলা তাঁতী দলের সভাপতি মো. আব্বাস মিয়া, নাসিরনগর সদর ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আজদু মিয়া মেম্বার,মো. মাফুজ মিয়া,হাজী মো. ফজলু হক, মো. রাকিব মিয়া সহ প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :