AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উপজেলা  স্বাস্থ্য কর্মকতাদের  বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন


উপজেলা  স্বাস্থ্য কর্মকতাদের  বিরুদ্ধে মিথ্যা প্রচারের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর সহ চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতি মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন স্থানীয় জনগন। সোমবার (১৩ জানুয়ারি) ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  এসময় ধনবাড়ী সচেতন  নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত কর্মসূচীতে  স্বাস্থ্য সেবায় ও বর্তমান  উপজেলা হাসপাতাল  প্রশাসনের প্রশংসা করা হয়। 

সেখানে বলা হয় স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ থাকার কারণে এক ধরনের চিকিৎসা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে তাদের ব্যবসায় মন্দা। তাই সংশ্লিষ্টরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে এখান থেকে  সরাতে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে স্বাস্থ্য বিভাগকে সচেতন থাকার আহবান জানিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, সমাজসেবক  হাফেজ খায়রুল ইসলাম( মুন্সি) সমাজ সেবক কামরুল হাসান মাসুদ,ওয়ার্ড স্থানিয় আবু ইউসুফ, সাইফুল ইসলাম সজিব, হারুন  প্রমুখ।

ধনবাড়ী সচেতন নাগরিক সমাজ এর প্রতিনিধি হিসেবে, হাফেজ খায়রুল ইসলাম(মুন্সি) বলেন, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর  এই প্রতিষ্ঠানে যোগদান করার পর থেকে উপজেলার স্বাস্থ্য কার্যক্রম উন্নতি সাধন এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান গঠন করার উদ্দেশ্যে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।  সরকারি ওষুধপত্রের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইতিমধ্যে দুর্নীতি পরায়ন কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন এবং তিনি নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাচ্ছেন।স্বাস্থ্য সেবায় সুষ্ঠ পরিবেশ থাকার কারণে এক ধরনের চিকিৎসা ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙ্গে গেছে তাদের স্বার্থে আঘাত লাগার কারণে এই মিথ্যা, বানোয়াট, বিতিহীন গল্প ছড়াচ্ছে আমরা এর প্রতিবাদ জানাই। 

মানববন্ধনে বক্তারা বলেন, ধনবাড়ী  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর এর নেতৃত্বে আমরা যখন জীবনের চরম ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা অব্যাহত রাখতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে স্বাস্থ্যসেবাকে বাধাগ্রস্থ করার হীন উদ্দেশ্যে একটি মহলের প্ররোচনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মানহানি ও সর্বোপরি ধনবাড়ী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুনাম বিনষ্ট করবার অসৎ উদ্দেশ্যে অনলাইন ও কয়েকটি প্রিন্ট পত্রিকায় যাচাই-বাছাই না করেই বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!