বাগেরহাটের মোল্লাহাটে সোনালী ব্যাংক পিএলসি`র সিএসআর কর্মসূচির আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনকৃত ৪০০০ ওয়াটক্ষমতা সম্পন্ন সোলার সিস্টেমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) বিকাল ৩টায় উক্ত সোলার সিস্টেম উদ্বোধন করেন সোনালী ব্যাংক পি এল সি খুলনার জেনারেল ম্যানেজার মীর মোহাম্মদ জাহিদ। সোনালী ব্যাংক পিএলসি বাগেরহাটের ডেপুটি জেনারেল ম্যানেজার সুকুমার রায় এর সভাপতিতে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিভূতি মল্লিক।
অন্যান্য অতিথিবৃন্দ ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ রায়হান, মোল্লাহাট সোনালী ব্যাংকের ব্যবস্থাপক প্রিন্সিপাল অফিসার আব্দুস সবুর হাওলাদার, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রবীন্দ্রনাথ।, মোল্লাহাট প্রেসক্লাবের সভাপতি তাজউদ্দিন আহম্মেদ পিকিং, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার প্রমূখ।
মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার সিস্টেম স্থাপন করায় সোনালী ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। উপজেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা। এটি নাহলে জরুরী বিভাগের রোগী সহ অন্যান্য রোগীদের চিকিৎসা সেবা চরমভাবে ব্যাহত হচ্ছিল। এই সোলার স্থাপনের মধ্যে দিয়ে মোল্লাহাটবাসী চিকিৎসা সেবায় লোডশেডিং এর বড় ধরনের সমস্যা থেকে হয়তো সমাধান মিলবে এটিই তাদের প্রত্যাশা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :