AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মাছের মেলায় শ্রীমঙ্গলে দেশি মাছের বিপুল সমাহার


মাছের মেলায় শ্রীমঙ্গলে দেশি মাছের বিপুল সমাহার

পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শহরের নতুন বাজারে মাছের মেলা জমে ওঠেছে। সরজমিনে মেলায় ঘুরে দেখা গেছে এবারের মেলায় দেশি মাছের বিপুল সমাহার। চাষের মাছের পাশাপাশি হাওর, বিল ও নদীর টাটকা মাছ ক্রেতাদের মন জয় করেছে।

Displaying মাছ.jpg
সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে মেলায় ঘুরে দেখা যায়, বাজারজুড়ে রয়েছে রকমারি দেশি মাছের পসরা। মাছ বিক্রেতারা চিতল, বোয়াল, আইড়সহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে এসেছেন। ক্রেতারা নিজ নিজ পছন্দ অনুযায়ী মাছ কিনে বাড়ি ফিরছেন।


মাছ বিক্রেতা কবির মিয়া জানান, মাছের মেলায় হাওর ও নদীর মাছের প্রতি ক্রেতাদের আলাদা আকর্ষণ রয়েছে। তিনি মূলত আইড়, চিতল এবং বোয়ালের মতো টাটকা মাছ সংগ্রহ করেছেন। এ ছাড়া রুই, কাতলা এবং ব্রিগেড মাছও বিক্রির জন্য এনেছেন।

Displaying মাছমেলা.jpg
মেলায় বিশাল আকৃতির মাছ দেখতে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা। অনেকেই মোবাইল ফোনে মাছের ছবি তুলছেন, আবার কেউবা ছোটদের বিভিন্ন প্রজাতির মাছ দেখাতে নিয়ে এসেছেন।


মাছ ক্রয় করতে আসা অসিম দেবনাথ বলেন, মেলায় প্রচুর মাছ এসেছে। তবে এসব মাছ বড়লোকদের জন্য। আমরা শুধু দেখে যাচ্ছি। যদি সাধ্যের মধ্যে কোনো মাছ পাই, তাহলে কিনে নিব।


একুশে সংবাদ////র.ন

Link copied!