AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত


নারায়ণগঞ্জে ট্রাক চাপায় মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত

ট্রাক চাপায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটর সাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আদমজী-শিমরাইল সড়কে আদমজী ইপিজেডের মূল ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুইজন ছাত্রদলের কর্মী ছিল বলে নিশ্চিত করেছেন মহানগর ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আন্দালিব রহমান মিরাজ। তিনি বলেন ইমন আর শুভ ছাত্রদলের কর্মী ছিলো। তারা আমার সাথেই রাজনীতি করতো। তাদের এমন মর্মান্তিক মৃত্যু কোনভাবে মেনে নেয়া যায় না। আমরা ট্রাক চালকের কঠোর শাস্তির দাবি জানাই।


এ ঘটনায় ট্রাক’সহ চালক আনোয়ার হোসেন (৫৩)’কে আটক করেছে পুলিশ। সে কুষ্টিয়ার বটতলী দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল সাত্তারের ছেলে।


নিহতরা হলো ভোলার চরফ্যাশন থানাধীন উত্তর মনিরাজ গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে শুভ (২২) ও শেরপুরের ঝিনাইগাজী থানাধীন ফুলহারি বাকাগোড়া গ্রামের মৃত পারভেজের ছেলে ইমন (২১)। তারা উভয়েই মিজমিজি মজিববাগ এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতো। শুভ স্থানীয় আনন্দ ক্যাবল নামে একটি ব্রডব্যান্ড (ইন্টারনেট) প্রতিষ্ঠানে চাকুরী করতো।


সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহীনুর আলম জানান, এ ঘটনায় ট্রাক’সহ চালককে আটক করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে এ ঘটনায় মামলা নেওয়া হবে।


একুশে সংবাদ////র.ন

Link copied!