AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ


রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ

"জুলাইয়ের প্রেরণা দিতে হবে ঘোষণা” এই স্লোগানে ৭ দফা দাবিতে রাজবাড়ীতে লিফলেট বিতরণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টায় বড়পুল এলাকায় এই কর্মসূচি শুরু হয়।

লিফলেট বিতরণের সময় শিক্ষার্থীরা পথচারী, রিকশাচালক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের হাতে লিফলেট তুলে দেন তারা। কর্মসূচিতে অংশ নেন সংগঠনের শিক্ষার্থী সাকিব, প্রভা, আফরিন, তামিম, আমিনুল, আব্দুল্লাহ, পিয়াস, নিয়ামুল, অর্ণব, ইব্রাহীম খলীল ও আবু রাইহান রাফিসহ আরও অনেকে।

তারা বলেন, জুলাই অভ্যুত্থানের প্রেরণাকে সঠিকভাবে উপলব্ধি করতে হবে এবং তা ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া এই কর্মসূচির মাধ্যমে জনমত তৈরি ও দাবিগুলো বাস্তবায়নের চাপ সৃষ্টি করতে চান তারা।

তাদের ৭ দফা দাবি হলো, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান ও আহতদের বিনামূল্যে চিকিৎসার স্পষ্ট প্রতিশ্রুতি, ঘোষণাপত্রে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর নেতৃত্ব পরিষ্কারভাবে উল্লেখ করা, আওয়ামী খুনীদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি, পাকিস্তান আন্দোলন (১৯৪৭), মুক্তিযুদ্ধ (১৯৭১), এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা স্পষ্ট করা, ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার ভিত্তি সংবিধান বাতিল করে নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার, নতুন রাজনৈতিক কাঠামোতে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয়কেন্দ্রিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি ও ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ ও ৫৩ বছরের বৈষম্য, শোষণ, এবং ফ্যাসিবাদী ব্যবস্থা দূর করতে সংস্কারের প্রতিশ্রুতি।

শিক্ষার্থীরা তাদের এই ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!