কুড়িগ্রাম রাজীবপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন (৫৫) ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমান (৪৬) কে আটক করেছে রাজীবপুর থানার পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বটতলা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, (২০২৪ সালের ৭ অক্টোবর) করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাদেরকে আটক করে আজ মঙ্গলবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০-৪০ জনকে। এ মামলায় রাজীবপুর উপজেলা শ্রমিকলীগের সভাপতি কবির হোসেন ও উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এঘটনায় রাজীবপুর উপজেলা আ`লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ২০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :