বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্থবায়নে পিরেজপুরের কাউখালীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান কলামিস্ট, সমাজ সেবক ও রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম।
সোমবার (১৩ জানুয়ারি) কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে রাতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বদরুদোজা মিয়া,যুগ্ন-আহবায়ক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত হোসেন, যুবদলের সাবেক সভাপতি সায়েম উদ্দিন তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা জেলা ছাত্রদলের আহবায়ক আল মাহমুদ সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ইঞ্জিনিয়ার রেজাউল করিম বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। আজ মুক্ত দেশে তিনি ফিরেছেন এটি ভালো লাগার বিষয়। তিনি দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ছাত্র-জনতা এবং উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্বিতীয় মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি বিদেশে থেকে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা বিরোধী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এবং জনগণ ঐক্যবদ্ধ ছিল বলেই এই বিপ্লব সফল হয়েছে।
রেজাউল করিম আরো বলেন, শেখ হাসিনার স্বৈরাচার সরকার মিথ্যা মামলা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাগারে রেখেছিল। মিথ্যা মামলা দিয়ে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও নির্বাসনে পাঠিয়েছে। এছাড়াও লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়েছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করেছে। আওয়ামী স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। যতদিন না তাদের বিচার হবে ততদিন পর্যন্ত দেশের মাটিতে তাদের ঠাঁই হবে না।
জাতীয়তাবাদী আদর্শের পরীক্ষিত সৈনিক, আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে সুপরিচিত কলাম লেখক এবং সমাজসেবক, ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম, একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, যুক্তরাজ্য বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান।
ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিমের উদ্যোগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, শের-ই-বাংলা এ কে ফজলুল হক রিসার্চ ইনস্টিটিউট, সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট, ডেমোক্রেসি রিসার্চ সেন্টার (ডিআরসি), মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, আলহাজ্ব কে এম আব্দুল করিম রাহিমাহুল্লাহ ট্রাস্ট এবং জীবনানন্দ দাশ গবেষণা কেন্দ্র।
তিনি পিরোজপুর-২ সংসদীয় আসন থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী। সম্প্রতি, সোমবার সন্ধ্যায় কাউখালীর একটি বাংলোতে আলোচনা সভায় তিনি বলেন, “দীর্ঘ ১৭ বছর পর জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসন থেকে মুক্ত হয়ে আজ বুকভরে নিশ্বাস নিচ্ছে।”
সভায় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।
উপজেলা বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভাটি পরিচালনা করেন রফিকুল ইসলাম।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :