মোংলায় হাঁড় কাপানো শীত জেঁকে বসেছে। বিশেষ করে গত দু’দিন ধরে ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে প্রাণ জুবুথুবু। কনকনে শীতে চরম বিপাকে পড়েছে গরিব-অসহায় শীতার্ত মানুষ। এর মধ্যে সূর্যের তেমন একটা দেখা ছিল না। পাশাপাশি বৃষ্টির মতো কুয়াশাও পড়েছিল। এতে কষ্ট বেড়েছিল খেটে খাওয়া দিনমজুর, অসহায় ও ছিন্নমূল মানুষের।
মঙ্গলবার (১৪ই জানুয়ারি) সকালে উপজেলার মিঠাখালী ইউনিয়নে ঘুরে ঘুরে ছিন্নমূল ও অসহায় এতিম, ভবঘুরে, অসুস্থ মানুষদের খুঁজে খুঁজে নিজ হাতে তাদের গায়ে নতুন কম্বল জড়িয়ে দেন ইউএনও আফিয়া শারমিন। এসময়ে তিনি অসহায় মানুষদের সাথে কুশল বিনিময় করেন। ইউএনও’র হাত থেকে কম্বল পেয়ে শীতে কষ্ট পাওয়া বিভিন্ন বয়সী মানুষগুলোর মুখে হাসি ফুটে ওঠে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন বলেন, শৈতপ্রবাহের ফলে গত কয়েকদিন ধরে শীত জেঁকে বসার কারণে অনেক মানুষ শীতে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে অসহায়, ভাসমান ও ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছেন। তাদের শীত নিবারণের জন্য জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে কম্বল বিতরণ করেছি।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :