AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আ‍‍.লীগ নেতার


Ekushey Sangbad
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
০৫:১৫ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৫
বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আ‍‍.লীগ নেতার

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার রাস্তার কাজ চলছে বিএনপি নেতা রোম বাদশা ও বোরহানের প্রশ্রয়ে। 

রাজনৈতিক মামলায় আত্মগোপনে থাকলেও থেমে নেই তার কর্মকাণ্ড। আওয়ামী লীগ নেতা সাবেক পৌর মেয়রের ছোট ভাই প্রভাব খাটিয়ে টেন্ডারবাজি করে রায়গঞ্জ এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বড় বড় প্রকল্পগুলো বাগিয়ে নেন মোমিন পাঠান।

গত (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক মেয়র আব্দুল্লাহ পাঠান ও তার ভাই মোমিন পাঠান আত্মগোপনে চলে যান।  মেয়রের ক্ষমতা ও প্রভাব খাটিয়ে ছোট ভাই মোমিন পাঠান বেশ কয়েকটি ঠিকাদারী প্রতিষ্ঠানের নামে বেনামের মাধ্যমে বড় বড় প্রকল্প বাগিয়ে নিয়েছেন। সে সময় আব্দুল্লাহ ও মোমিন পাঠানের দাপটে বিএনপি জামায়াত পন্থী কোন ঠিকাদারকে কাজ দিত না। সম্প্রতি রায়গঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রোম বাদশা ও পৌর যুবদলের আহবায়ক বোরহান উদ্দিনের প্রশ্রয়ে তার থমকে যাওয়া রায়গঞ্জ এলজিইডির ধামাইনগর হইতে নিমগাছী কড়িতলা পর্যন্ত রাস্তার কাজ চলছে পুরোদমে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধামাইনগর হইতে নিমগাছীর কড়িতলা পর্যন্ত ৫ কিলোমিটার সড়কের পুরাতন পিছ ডালাই তুলে ফেলে নতুন খোয়া বালু মিশ্রিত করে রাস্তাটি নির্মাণের কথা থাকলেও ঐ রাস্তাটি ভেক্যু মেশিনে উল্টিয়ে যৎ সামান্য খোয়া ছিটিয়ে রোলারে ডোলে  সমান করা হয়েছে। ভ্যানগাড়ীর চাকার ঘর্ষনেই উঠে যাচ্ছে রাস্তার পুরাতন খোয়া।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তথ্যের জন্য উপজেলা এলজিইডির অফিসে গেলে ভয়ভীতি ও প্রান নাশের হুমকি প্রদান করে পৌর বিএনপির নেতা রোম বাদশা ও বোরহান উদ্দিন। 

রায়গঞ্জ উপজেলা প্রকৌশলী তামান্না রহমানের সঙ্গে এই রাস্তার বিষয়ে, মুঠোফোনে তথ্য চাইলে তিনি জানান, ফোনে না আপনি আমার অফিসে এসে স্বাক্ষাতে তথ্য নিন।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!