খুলনার লবণচরা থানার সাচিবুনিয়া বিশ্বরোড হইতে সোমবার রাতে ১০ ভরি ওজনের স্বর্ণের বারসহ গোবিন্দ চন্দ্র দাস (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তিনি শরিয়তপুরের চন্দনকর রুদ্রগড় ইউনিয়নের বাসিন্দা।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাতে অভিযান চালিয়ে গোবিন্দকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭০ হাজার টাকা।
গোবিন্দ চন্দ্র দাসের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে লবণচরা থানায় মামলা করা হয়েছে। এছাড়া, উদ্ধারকৃত স্বর্ণের উৎস এবং এ চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনার মাধ্যমে স্বর্ণ চোরাচালান রোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করার প্রয়োজনীয়তা উঠে আসে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :