কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে নিহত জামায়াত কর্মী খোকন মোল্লা হত্যা মামলায় তিন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করেছে মিরপুর থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহার নামীয় তিন আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন- আমলা ইউনিয়নের বুড়াপাড়া গ্রামের শহিদুল ইসলাম (৫০), আনিসুর রহমান (৪০) ও রাজা মিয়া (৫৩)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, গত (১২ জানুয়ারি) ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামাতের সংঘর্ষের ঘটনায় আহত অবস্থায় খোকন মোল্লা চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। এ ঘটনায় হত্যা মামলায় তিনজন এজাহার নামীয় আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারে মিরপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপি’র ছদ্মাবরণে জাসদের সাথে জামায়াতের সংঘর্ষ হয়। উক্ত ঘটনায় জামাত ও বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী আহতের ঘটনা ঘটেছিল। আহতদের মধ্যে বেশির ভাগই জামাত ইসলামের অনুসারী ছিল। পরবর্তীতে সোমবার (১৩ জানুয়ারী) সকালে কুষ্টিয়া সদর হাসপাতাল হতে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে হামলায় আহত বুরাপাড়া গ্রামের নওশের মোল্লার ছেলে খোকন মোল্লা মৃত্যুবরণ করে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :