রাজবাড়ীর গোয়ালন্দে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের শিক্ষক পরিষদের বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সহকারী অধ্যাপক মো. নজির হোসেন মোল্লা নির্বাচিত হয়েছেন। তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সহকারী অধ্যাপক আজিজুল হাসান (মিলন)।
পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সম্পাদক পদে সহকারি অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন এবং প্রভাষক নাসরিন আক্তার নির্বাচিত হন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রভাষক রাজিব হাসান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শহিদুল ইসলাম খান ও স্বপন কুমার পোদ্দার।
উল্লেখ্য, পদাধিকার বলে কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার সিদ্দিকা শিক্ষক পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
নির্বাচনে বিজয়ের পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজির হোসেন মোল্লা বলেন, "আমাকে এই দায়িত্ব দেওয়ার জন্য শিক্ষক পরিষদের প্রতি কৃতজ্ঞ। শিক্ষকদের অধিকার রক্ষা ও শিক্ষার মানোন্নয়নে আমি সর্বোচ্চ চেষ্টা করব।"
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :