টাংগাইলে ধনবাড়ী উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে উপজেলা পর্যায়ে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় ধনবাড়ী উপজেলা পরিষদের কনফারেন্স হলে ধনবাড়ী ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন ধনবাড়ী ফিল্ড সুপারভাইজার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ডঃ বিপ্লব কোমার পাল, ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু সাঈদ তিনি বলেন, বর্তমান সরকার ইমামদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বী ও দক্ষ মানবসম্পদ করে গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই ইমামদের প্রশিক্ষণের জন্য ইমাম প্রশিক্ষণ একাডেমি তৈরি করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে জ্ঞান অর্জন করেছেন তা বাস্তব জীবনে কাজে লাগিয়ে নিজেদের জীবনের উন্নয়ন করতে হবে এবং সমাজের যে সকল কুসংস্কার আছে দূর করতে হবে।
ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই, ইসলাম শান্তির ধর্ম। ইসলামের অপব্যাখ্যা দিয়ে যারা সন্ত্রাস ও জঙ্গিদের বিষবাষ্প ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ভূমিকা রাখার জন্য ইমামদের প্রতি তিনি আহ্বান জানান।
ইমাম সম্মেলনে উপজেলার প্রায় শতাধিক মসজিদের ইমাম অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। এ সময় ধনবাড়ী উপজেলার প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :