AB Bank
ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধনবাড়ীতে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ‍‍`ইউএনও‍‍` আবু সাঈদ


ধনবাড়ীতে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ‍‍`ইউএনও‍‍` আবু সাঈদ

টাংগাইলের ধনবাড়ী  উপজেলার বীরতারা ইউনিয়নের বীরতারা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ক্লাস নিয়েছেন ধনবাড়ী  উপজেলার নির্বাহী অফিসার  মোঃ আবু সাঈদ । মঙ্গলবার (১৪ জানুয়ারি ) দুপুরে প্রায় আধা ঘণ্টা  ক্লাস নেন তিনি। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণা ও শিক্ষামূলক বক্তব্য রাখেন।

ক্লাসে শিক্ষার্থীদের উদ্দেশে আবু সাঈদ  বলেন, নিয়মিত পড়াশোনা ছাড়া ভালো ফলাফল অর্জন করা সম্ভব নয়। অধ্যবসায়ী মানুষ সফল হবেই। মন দিয়ে পড়াশোনা করতে হবে। যার স্কিল বেশি থাকবে তার প্রায়োরিটি বেশি থাকবে। চাকরির বাজারে চাহিদাও বেশি থাকবে। তথ্য ও প্রযুক্তির ভালো দিকগুলো গ্রহণ করতে হবে। তথ্যপ্রযুক্তির উৎকর্ষ সাধন করে নিজেদেরকে সেরা স্থানে নিয়ে যেতে হবে। বাবা-বাবা-মায়ের কথা শুনতে হবে। শিক্ষকরা যে পড়াশোনা দেন তা জমিয়ে রাখা যাবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে।

৫ ম শ্রেণির এক শিক্ষার্থী  বলেন, ইউএনও স্যার যখন ক্লাসে ঢোকেন, তখন বুঝতেই পারিনি তিনি ইউএনও। অল্প সময়ের জন্য হলেও স্যারকে শিক্ষক হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি আমাদের ক্লাস নেবেন কখনো কল্পনাও করিনি। আমাদের লেখাপড়া শিখে বড় হওয়ার উৎসাহ দিয়েছেন। আমরা ওনার কথাগুলো স্মরণ রাখবো।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বলেন, ইউএনও স্যার আকস্মিক স্কুলে এসে বিভিন্ন শিক্ষার্থীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে লেখাপড়ার খোঁজ-খবর নিয়েছেন। এরপর শিক্ষকদের সঙ্গে স্কুলের নানা বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। স্যারকে এভাবে পেয়ে আমরা সবাই খুশি। শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে।

ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ  বলেন, আজকে বীরতারা প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিদর্শন করেছি। তবে প্রাথমিক বিদ্যালয়ের  ক্লাস নিতে গিয়ে ভালো লেগেছে। তাদেরকে বিভিন্ন পরামর্শ দিতে পেরেছি। এছাড়াও বিদ্যালয়গুলোর অ্যাসেম্বলি নিশ্চিত করা হয়, শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষকগণের সঙ্গে মিটিং অনুষ্ঠিত হয়। 

এছাড়া, টাইম ম্যানেজমেন্ট, প্ল্যানিং ও ক্যারিয়ার নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমকে উজ্জীবিত করণের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানমুখী করে তোলা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ

 

Link copied!