মোংলায় গত বৃহস্পতিবার (১৪ই জানুয়ারি) রাত ৮.৩০ ঘটিকায় মোংলা খুলনা মহাসড়কে আপাবাড়ি দিগরাজ বুড়ির ডাঙ্গা, সংলগ্ন এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানে মুখোমুখি সংঘর্ষে একজন গুরুতর আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান ঘন কুয়াশার ভেতর এবং রোডের কাজ চলমান থাকায় দ্রুত গতিতে বাক নেওয়ার সময় গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। প্রচন্ড শব্দ এবং মর্মান্তিক চিৎকার শুনে আপা বাড়ির আশপাশের লোকজন ছুটে আসেন এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হসপিটালে ভর্তি করেন।
একুশে সংবাদ////র.ন
আপনার মতামত লিখুন :